সোনার প্রতি ভারতীয়দের মোহ চিরকালীন। এবার এই সোনার আমদানি নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের।
সোনার কিছু বিশেষ ধরনের গয়না ও স্বর্ণদ্রব্যের আমদানির ওপর বাধানিষেধ আরোপ করল ভারত সরকার। এর ফলে সোনা সংক্রান্ত নানাবিধ বেআইনি কাজকর্মের ওপর কড়া হাতে রাশ টেনে ধরা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই ধরনের স্বর্ণদ্রব্যের আমদানির জন্য এবার থেকে সরকারের থেকে বিশেষ লাইসেন্সও নিতে হবে।
রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী, দুনিয়ায় সবথেকে বেশি সোনা ব্যবহারকারী দেশগুলির মধ্যে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে৷ সোনা সংক্রান্ত বানিজ্যের ঘাটতি এড়াতেই এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দাবি ওয়াকিবহালমহলের।
ইন্দোনেশিয়া থেকে কর ফাঁকি দিয়ে খাঁটি সোনার অলঙ্কার নিয়ে আসা হচ্ছিল। অভিযোগ, গত কয়েকমাসের মধ্যে অন্তত ৩ থেকে ৪ টন সোনার গয়না ইন্দোনেশিয়া থেকে এসেছে এ দেশে কোনও রকম আয়কর না দিয়েই৷ এই ঘটনা সসংশ্লিষ্ট মহলের নজরে পড়ার পরেই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। যার ফলেই আমদানি সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করছেন কোনও কোনও বিশেষজ্ঞ।