ধনকুবেরদের সংখ্যায় ভারত ছাড়িয়ে গেল প্রথম বিশ্বের একাধিক দেশকে। ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের নয়া তালিকা অনুযায়ী, ভারতে ধনকুবেরের সংখ্যা ১৬৯। যা এই বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। এই তালিকার শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই দেশে মোট ৭৩৫ জন ধনকুবের রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ধনকুবেরের সংখ্যা ৪৯৫ জন।
যে যে দেশগুলির তুলনায় ভারতের ধনকুবেরের সংখ্যা বেশি, সেই দেশগুলি হল- জার্মানি, ইতালি, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জাপান, কানাডা, অস্ট্রেলিয়ার থেকে বেশি।
যে ১৫টি দেশ এই ধনকুবেরদের তালিকায় ঠাঁই পেয়েছে, তাদের মধ্যে জাপানের স্থান একেবারে তলায়। ৪০ জন ধনকুবের রয়েছেন ওই দেশে।
মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, ভারত, জার্মানি ও রাশিয়াতে ১০০ জনের বেশি ধনকুবের রয়েছেন।