কর্মীনিয়োগ করা হবে ইন্ডিয়ান ব্যাঙ্কে। ইতিমধ্যেই এই বিষয়ে ব্যাঙ্কের পক্ষ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। মোট ১৮টি শূন্যপদ রয়েছে। ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন ইন্ডিয়ান ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in-এ গিয়ে। কেবলমাত্র অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করার শেষ তারিখ ২৯ মে, ২০২৩।
প্রোডাক্ট ম্যানেজার পদে শূন্যপদের সংখ্যা ৫টি। টিম লিডার পদে শূন্যপদের সংখ্যা ৭টি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পদে শূন্যপদ ৬টি।
ইন্টারভিউয়ের আগে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করা হবে। তারপরে হবে তাঁদের ইন্টারভিউ।
আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে।