ভারতীয় রেলওয়ে এবং ইন্ডিয়া পোস্টের যৌথ উদ্যোগ। ভারতীয় রেলওয়ের হয়ে বাড়ি থেকে এসে যাবতীয় সামগ্রী সংগ্রহ এবং তা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে ইন্ডিয়া পোস্ট। এই যৌথ উদ্যোগের নাম গতি শক্তি এক্সপ্রেস কার্গো সার্ভিস। রেলওয়ের তরফে খবর, গ্রাহকদের জন্য এই ডোর টু ডোর পার্সেল পরিষেবা চালু হয়েছে। বৃহস্পতিবারই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিল্লির আইসিওডি ওখলা থেকে গতি শক্তি এক্সপ্রেস কার্গো সার্ভিসের উদ্বোধন করেন।
জানা গিয়েছে, প্রথম ধাপে দেশের ১৫টি সেক্টরে এই পরিষেবা চালু করা হবে। তবে আপাতত দিল্লি-কলকাতা, বেঙ্গালুরু-গুয়াহাটি, সুরাট-মুজাফ্ফরপুর ও হায়দরাবাদ-হজরত নিজামুদ্দিন- এই চার সেক্টরেই পণ্য পরিবহন শুরু হয়েছে।
একনজরে সুযোগ-সুবিধা-
এর প্রধান সুবিধাই হল পিকআপ ও ডেলিভারি সার্ভিস। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় পৌঁছে যাবে যাবতীয় পার্সেল। খরচও অন্যান্য পার্সেল পরিষেবার তুলনায় অনেকটাই কম এই পরিষেবায়। এছাড়া মোবাইল বুকিং, ট্রাকিং সহ একাধিক পরিষেবার সুযোগ রয়েছে।
খরচের হালহকিকত-
পার্সেল পাঠানোর জন্য প্রতি কিলোমিটার ও ওজনের ভিত্তিতে খরচ ধার্য হবে। আপাতত সোম থেকে শনি, এই চারদিন এই পরিষেবা মিলবে বলেই খবর।