ভারতের পরিষেবা ক্ষেত্রে ১২ বছরে সবথেকে বেশি বৃদ্ধি হয়েছে গত ফেব্রুয়ারি মাসে। শুক্রবার একটি সমীক্ষার রিপোর্টের মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। এস অ্যান্ড পি গ্লোবাল ইন্ডিয়া সার্ভিসেস পিএমআই বিজনেস অ্যাক্টিভিটি সূচক গত জানুয়ারি মাসের ৫৭.২ পয়েন্ট থেকে ফেব্রুয়ারি মাসে পৌঁছে গিয়েছে ৫৯.৪ পয়েন্টে। যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে পরিষেবা ক্ষেত্র যে লোকসানের মুখ দেখেছিল, তা বিভিন্ন প্রতিযোগিতামূলক নীতির মাধ্যমে ফের একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছতে পেরেছে ফেব্রুয়ারিতে।
শুধু তাই নয়, মূল্যের দিক থেকেও উল্লেখযোগ্য পরিবর্তনের সাক্ষী হয়েছে এই পরিষেবা দফতর। গত আড়াই বছরের মধ্যে সবথেকে ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে অভ্যন্তরীণ মূল্যও। যার ফলে বাহ্যিক মূল্যের ক্ষেত্রে গত ১২ মাসের ন্যূনতম বৃদ্ধি চাক্ষুস করতে হয়েছে পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত সমস্ত সংস্থাকে।