৪ জুন লোকসভা নির্বাচনের ফলঘোষণার পর নতুন রেকর্ড গড়বে ভারতীয় স্টক মার্কেট। শেয়ার বাজার যে উচ্চতায় পৌঁছবে, যে অংশগ্রহণকারীরা ক্লান্ত হয়ে পড়বেন। NDTV-র সাক্ষাৎকারে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
১ জুন দেশে সপ্তম ও শেষ দফার নির্বাচন। ৪ তারিখ ফল ঘোষণা। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁদের সরকার যখন ক্ষমতায় আসে, তখন সেনসেক্স ২৫,০০০-এ ছিল। এখন সেনসেক্স ৭৫,০০০ পয়েন্টে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, "যত বেশি সংখ্যক শেয়ার বাজারে অংশ নেবে, অর্থনীতি তত শক্তিশালী হবে। চাই নাগরিকদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ুক।"
গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, ৪ জুনের পর বাজারের হাল ফিরবে। বিনিয়োগকারীদের এখনই শেয়ার কিনে রাখার পরামর্শ দেন তিনি। এবার শেয়ার বাজার নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।