ইজরায়েল-প্যালেস্টাইনের মধ্যে সংঘর্যের কারণে বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে । বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে পারে, সোনার দাম বাড়তে পারে, এমনকী ভারতীয় অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলতে পারে । কোথায় কোথায় প্রভাব পড়তে পারে, একনজরে দেখে নেওয়া যাক ...
ভারতের অর্থনীতিতে প্রভাব
ইজরায়েলে ভারতীয় দূতাবাসের মতে,২০২২-২৩ অর্থবর্ষে দুই দেশের মধ্যে ব্যবসা হয় ১০.১ বিলিয়ন ডলার । সেই অর্থবর্ষে ইজরায়েলে ভারতীয় পণ্য রপ্তানির মূল্য ছিল ৭.৮৯ বিলিয়ন ডলার ও ভারতে ইসরায়েলের রপ্তানি ছিল ২.১৩ বিলিয়ন ডলার । ইসরায়েল ভারতের তৃতীয় বৃহত্তম এশিয়ান ট্রেড পার্টনার । ভারতে সবথেকে বেশি সামরিক সরঞ্জাম আসে ইজরায়েল থেকেই । সেক্ষেত্রে, ইজ0য়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিতে উল্লেখযোগ্যভাবে প্রভাব ফেলতে পারে ।
এদিকে, ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার কারণে মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রা দুর্বল হয়ে পড়ছে । বিশেষজ্ঞরা মনে করেন যদি সংঘর্ষ বাড়তে থাকে তবে এটি ভারতীয় মুদ্রাকে আরও দুর্বল করে দিতে পারে ।
বিশ্বে তেলের দামে প্রভাব
বিশ্বে তেলের দামের উপরও প্রভাব পড়তে পারে । মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই । তবে, ব্যবসায়ীরা বলছেন, মূল্যবৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকছে, তবে, তা বিরাট অঙ্কের হবে না বলেই ধারণা তাঁদের । এদিন সকাল পর্যন্ত, সংঘর্ষের কারণে এশীয় মহাদেশীয় বাজারে তেলের দাম ব্যারেল প্রতি ৩ ডলারের বেশি বেড়েছে ।
সোনার দাম
ক্রমবর্ধমান সংঘর্ষের কারণে সোনার দাম বাড়ছে। দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সোনার দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে । বিশেষজ্ঞদের মতে, সংঘর্ষ বাড়তে থাকলে সোনার দাম আরও বাড়তে পারে ।