আমেরিকা ও গোটা বিশ্বে পরিস্থিতি টালমাটাল। অ্য়ামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস মনে করছেন, বিশ্বজুড়ে আর্থিক মন্দা আসছে। তাই আমেরিকাবাসীকে তাঁর পরামর্শ, "ছুটির মরশুমে দামি পরিকল্পনা করে থাকলে, তা স্থগিত রাখুন। হাতে পয়সাকড়ি জমিয়ে রাখুন।"
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে বেজোস জানিয়েছেন, অর্থনীতি যেভাবে এগোচ্ছে, তাতে এখনই সব কিছু ঠিক হবে বলে মনে হচ্ছে না। ক্রমশ অবনতি হচ্ছে। বড় সংস্থাগুলি থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হচ্ছে। আর্থিক মন্দার উদাহরণ হিসেবে এই বিষয়গুলি তুলে ধরেন বেজোস। এই পরিস্থিতিতে বেজোসের পরামর্শ, "হাতে কিছু পয়সা রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন।" তিনি জানান, বিপদের দিনে, এই সঞ্চয় কাজে লেগে যাবে।
বেজোসের মতো এত বড় মাপের শিল্পপতির এই পরামর্শে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এমনি অর্থনৈতিক ডামাডোলে চলছে গোটা বিশ্ব। জলবায়ু পরিবর্তনেরও প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। কোভিডের ধাক্কা সামলে পরপর এতগুলি ধাক্কা। এই প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন বেজোসও। জানিয়েছেন, তাঁর মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন।