২০০০ টাকার নোট রয়েছে বাড়িতে, কিন্তু এখনও তা জমা দিতে পারেননি? সমস্যার সমাধানে এগিয়ে এসেছে আমাজন পে। এর ফলে নোট জমা দেওয়ার প্রক্রিয়া অনেকবেশি সুষ্ঠু ও সহজ ও হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাজনের পক্ষ থেকে ইতিমধ্যেই আমাজন পে ক্যাশ লোড অপশন চালু করে দেওয়া হয়েছে। যা, আপনার আমাজন পে ব্যালান্স অ্যাকাউন্টে জমা হবে।
কীভাবে এই কাজটি করা যাবে জানেন? ধরা যাক আপনি কিছু সামগ্রী অর্ডার করলেন আমাজন থেকে। যেটা 'ক্যাশ অন ডেলিভারি' করতে হবে। আপনাকে অর্ডারটি দিতে এলেই আপনি ওই সামগ্রীর মূল্যের সঙ্গে ডেলিভারি সহায়ককে ২০০০ টাকার অতিরিক্ত নোট আপনার কাছে থাকলে তা দিয়ে দেবেন। তিনিই নোটটি জমা করে দেবেন আমাজন পে ব্যালান্স অ্যাকাউন্টে।
উল্লেখ্য, গত মাসেই ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে এই নোট বদল করা যাবে।