ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত কর (Crypto tax) থেকে শুরু করে প্রভিডেন্ট ফান্ডের কর (Provident Fund tax), ১ এপ্রিল থেকে আয়কর সংক্রান্ত (Income Tax) পরিকল্পনার জন্য এক বড় বদল আসতে চলেছে। এখানে একেবারে সাম্প্রতিক কিছু আপডেট রইল, যার সম্বন্ধে সমস্ত আয়করদাতাদের জেনে রাখা দরকার:
প্রভিডেন্ড ফান্ড করযোগ্য
১ এপ্রিল থেকে প্রভিডেন্ট ফান্ড (Provident Fund) থেকে হওয়া আয়ের সুদের ওপর কর ধার্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, ২.৫ লক্ষ টাকার কমে কর ধার্য হবে না। তার বেশি হয়ে গেলে সংশ্লিষ্ট সুদের ওপর ধার্য করা হবে আয়কর।
আরও পড়ুন: শুক্রবার মুখোমুখি হচ্ছে কলকাতা ও পাঞ্জাব, ওয়াংখেড়ের ম্যাচ নিয়ে উত্তেজিত ভক্তরাও
ক্রিপ্টো-কর লাগু করা হবে
১ এপ্রিল থেকে ডিজিটাল মানির (Digital money) মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির ওপরে ৩০ শতাংশ কর লাগু হবে। যে ক'টি লাভজনক ট্রনজাকশন হবে, কেবলমাত্র তার ওপরই ধার্য করা হবে উক্ত কর। এছাড়া, এর ওপর ধার্য করা হবে ১ শতাংশ টিডিএসও।
আপডেটেড আয়কর রিটার্ন ফাইল
১ এপ্রিল থেকেই ত্রুটি এড়ানোর জন্য আপডেটেড আয়কর রিটার্ন (Updated IT return) ফাইল করতে পারবেন আয়করদাতারা। দু'বছরের মধ্যে এই আপডেটেড রিটার্ন ফাইল করা যাবে।
প্রতিবন্ধীদের জন্য করছাড়
যদি কোনও প্রতিবন্ধীর অভিভাবকরা তাঁর জন্য বিমা করান, তাহলে সেই বিমাপ্রকল্পে করছাড় দেওয়া হবে।