২০২৪ সালে পেশাদার কর্মচারীদের অন্তত ৮৮ শতাংশ তাঁদের বর্তমান সংস্থা ছেড়ে নতুন সংস্থায় যোগ দেওয়ার কথা ভাবছেন। বুধবার এই বিষয়টি নিয়ে লিঙ্কডইন-এর পেশ করা একটি রিপোর্ট থেকে এই তথ্য জানা যায়। এই রিপোর্টটি থেকে আরও জানা গিয়েছে যে, পেশাদার জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য তাঁদের বর্তমান সংস্থা বদল করতে চাইছেন এঁদের মধ্যে ৪২ শতাংশ কর্মচারী। বেশি বেতনের জন্য চাকরি বদলাতে চাইছেন ৩৭ শতাংশ কর্মচারী।
দেশের বিভিন্ন প্রান্তের মোট ১,০৯৭ জন পেশাদারকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল। যাঁদের মধ্যে ছিলেন পূর্ণ সময়ের কর্মচারী ও স্বল্প সময়ের কর্মচারীরা। ২০২৩ সালের ২৪ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলেছিল এই সমীক্ষা।
সবমিলিয়ে দেশের প্রায় ৮৮ শতাংশ পেশাদার তাঁদের বর্তমান সংস্থা বদলের কথা ভাবছেন ২০২৪ সালে। যে সংখ্যাটা গত বছরের থেকে মোট ৪ শতাংশ বেশি বলে জানিয়েছে লিঙ্কডইন-এর ওই রিপোর্ট। এছাড়া, প্রতি ১০ মধ্যে প্রায় ৮ জন ভারতীয় পেশাদার জানিয়েছেন, যে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে তাঁরা কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রিও বদলাতে চান ২০২৪-এই।