৩১ ডিসেম্বরের মধ্যে এলপিজি গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শেষ করার নির্দেশিকা থাকলেও তা এখনও শেষ হয়নি। ফলে, এখনও অনেক গ্রাহক রয়েছেন যাঁদের বায়মেট্রিক যাচাই করা হয়নি। সেই কারণে অনেকের মনেই প্রশ্ন আসছে যাঁদের বায়োমেট্রিক সম্ভব হয়নি তাঁদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে কি না।
জানা গিয়েছে, সরকারিভাবে এই প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার কোন বার্তা এখনও দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি ও বিক্রেতা মহলের তরফে জানানো হয়েছে, নতুন নির্দেশ না আসা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। অর্থাৎ আতঙ্কের কিছু নেই। নতুন বছরেও গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য যাচাই প্রক্রিয়া চালু থাকবে। বন্ধ হবে না গ্যাসের সংযোগ।
আরও পড়ুন - লোকসভা নির্বাচনের আগে কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম