ফের একবার বাড়তে চলেছে গ্যাস সিলিন্ডারের(LPG price hike again) দাম। বুধবার অর্থাৎ জুন মাসের শুরু থেকেই দাম বাড়বে রান্নার গ্যাসের। এর ফলে বাড়িতে রান্নার গ্যাসের (Domestic Gas price hike) দাম ১১০০ টাকা পার হবে বলেই আশঙ্কা। ফলে ফের একবার কোপ পড়তে পারে মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেটে। কারণ ভর্তুকি এলেও যে পরিমাণে টাকা দিতে হচ্ছে, তাতে পকেট ফাঁকা হতে বাধ্য।
মে মাসে দু'বারে মোট ৫৩ টাকা বেড়েছে এলপিজি সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় বর্তমানে এলপিজির(LPG price hike) দাম হয়েছে ১,০২৯ টাকা। বর্তমানে ১৪ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে এই দাম দিতে হচ্ছে সাধারণ মানুষকে।
উল্লেখ, ভারতে এলপিজির(LPG price hike in India) চাহিদার বেশিভাগটাই আমদানির উপরে নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব সরাসরি আমাদের দেশে পড়ে।
আরও পড়ুন- Salary hike in tech giants:আমাজন,মাইক্রোসফট, গুগলে বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ
মূলত, ভারতের এলপিজি মূল্যবৃদ্ধির(LPG price hike again) মানদণ্ড সৌদি আরব, ইরান, আমেরিকার মত দেশের বাজারের উপরেই নির্ভর করে। এইসব দেশের বাজারের কাস্টমস ডিউটি, সাফ সাফাই ও বিমা ইত্যাদির খরচ নিয়ে নির্ধারিত হয় রান্না গ্যাসের দাম। ফলে এই যুক্তিকে সামনে খাড়া করেই এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠানের দ্বারা রান্না গ্যাসের মূল্য নির্ধারিত হয়।