বিগত ২৫ বছরে এই প্রথম বিপুল পরিমাণ চাকরি কাটছাঁট করেছে দেশের ১০টি বড় আইটি সংস্থা। তার মধ্যে রয়েছে TCS, ইনফোসিসের মতো দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি কম্পানিগুলি। চলতি আর্থিক বছরের শুরুতে ২.১১ মিলিয়ন কর্মী চাকরি করতেন ওই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে। কিন্তু সেপ্টম্বরের শেষে কর্মরত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২.০৬ মিলিয়ন। অর্থাৎ প্রায় ৬ মাসের মধ্যে ৫১ হাজার ৭৪৪ জন চাকরিহারা হয়েছেন। সম্প্রতি মিন্টের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।
এর পিছনে একাধিক কারণ রয়েছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে অনেকেই জানিয়েছেন, আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে যে সব ক্লায়েন্টরা রয়েছে তারা খরচের পরিমাণ কমিয়েছে। মূলত বিশ্বব্যাপী আর্থিক মন্দা এবং ভৌগলিক বিভিন্ন কারণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এছাড়াও উচ্চ হারে সুদ, ইউক্রেন এবং পশ্চিম এশিয়ার দেশগুলির বর্তমান পরিস্থিতিও এর জন্য অনেকটাই দায়ি।