আশঙ্কা আগেই ছিল । এবার সেটাই সত্যি হল । টুইটারের পর এবার গণ ছাঁটাইয়ের পথে হাটল মার্ক জুকারবার্গের সংস্থা মেটা । বুধবার সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১১ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে । কিছুদিন আগেই, এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, খুব শীঘ্রই কর্মী ছাঁটাই করবে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটা । অবশেষে সেটাই হল । আর এই কর্মী সঙ্কোচন সিদ্ধান্তের সব দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন মার্ক জুকারবার্গ ।
সংস্থার কর্মী সঙ্কোচনের প্রভাব যে কর্মীদের উপর পড়বে, তাঁদের জন্য দুঃখিত জুকারবার্গ । তিনি বলেন, মোট কর্মী সংখ্যার অন্তত তেরো শতাংশ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সকলের জন্যই এটা কঠিন একটা বিষয় । তাই সংস্থার সিদ্ধান্ত যাঁদের সরাসরি প্রভাবিত করছে, তাঁদের জন্য দুঃখিত। পুরনো কর্মীদের ছাঁটাই করার পাশাপাশি নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়াও আপাতত স্থগিত রাখা হয়েছে ।
অক্টোবর মাসে কোম্পানির ক্ষতির হিসেব দিয়েছিল মেটা । বলা হয়েছিল, মেটার স্টক মার্কেটে ভ্যালু অনেক কমে গিয়েছে। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে সংস্থা । তাছাড়া, মেটার একটি সূত্র মারফত জানা গিয়েছে, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও, এখনও পর্যন্ত লাভের মুখ দেখেনি সংস্থা । যার জেরে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম-এর মতো প্ল্যাটফর্মগুলিতে । এর আগে সংস্থার কর্মীদের বেতন হ্রাস করে আর্থিক মন্দা মোকাবিলার চেষ্টা করেছিল সংস্থা । কিন্তু, শেষে খরচে লাগাম টানতে গণ ছাঁটাইয়ের পথেই হাঁটল জুকারবার্গ ।