বিশ্বজুড়ে আর্থিক মন্দার প্রভাব এড়াতে পারছে না বড় বড় কর্পোরেটগুলি। কয়েকমাস আগে ১১ হাজার কর্মী ছাঁটাই-এর পর ফের এক দফা কর্মীছাঁটাই করার কথা ঘোষণা করলেন মেটা-র সিইও মার্ক জাকারবার্গ। তাঁর সংস্থা কমপক্ষে ১০০০০ কর্মী কমাতে চলেছে। শুধু তাই নয়, আপাতত ৫০০০ নতুন নিয়োগ বন্ধ থাকছে মেটায়। জানা গিয়েছে, বিজ্ঞাপন থেকে মেটার আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। ব্যয় কমানোর কথা চিন্তা করেই এই বিপুল সংখ্যক কর্মীকে মেটা ছাঁটাই করতে চলেছে সংস্থা।
আগামী ৪ মাস ধরে ধাপে ধাপে কর্মী ছাঁটাইপর্ব চলবে জানানো হয়েছে মেটা-র পক্ষ থেকে। উল্লেখ্য, গত নভেম্বরে বিপুল ছাঁটাই করেছিল মেটা। আমেরিকার ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণের পরেই পৃথিবীর একাধিক দেশ থেকে বহু সংখ্যক কর্মী ছাঁটাই করেছিল মাইক্রোব্লগিং সাইট টুইটার। তার সপ্তাহ দুয়েক পর থেকেই কর্মী ছাঁটাই শুরু করে মার্ক জাকারবার্গের সংস্থা।