মিউচুয়াল ফান্ড থেকে কোটি কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। না কোনও আজগুবি গল্প নয়, খুব অল্প সময়েই এই রিটার্ন পাবেন। তবে সঠিক জায়গায় বিনিয়োগ করা প্রয়োজন । এই প্রতিবেদনে জেনে নিন কোথায় বিনিয়োগ করবেন। এবং কীভাবে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিয়োটি-
খুব অল্প বয়স থেকেই বিনিয়োগ করা জরুরি। এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা। কারণ কম বয়সে ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করলে রিটার্ন ভালো পাওয়া যায়। বয়স বাড়লে অনেক রিস্ক ফ্যাক্টর কাজ করে। বেশ কয়েকটি বিনিয়োগের ক্ষেত্র রয়েছে যেখানে বিনিয়োগ করলে কয়েক কোটি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু কোথায় বিনিয়োগ করবেন? জেনে নিন বিস্তারিত।
SBI, HDFC, UTI, সহ বেশ কয়েকটি মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলি সাধারণত ভালো পারফর্ম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখে। ফলে লং টার্মে এই ফান্ডগুলিতে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। তবে বিশেষজ্ঞদের মত,লাম্পসাম অ্যামাউন্ট বিনিয়োগের তুলনায় SIP করলে লাভ বেশি। কারণ বাজারদরের বৃদ্ধি ও হ্রাসের উপর নির্ভর করে ইউনিটের পরিমাণ নির্ধারণ করে। যা লাম্পসাম ইনভেস্ট করলে যে ইউনিট পাওয়া যায় তার থেকে SIP থেকে প্রাপ্ত ইউনিট লাভজনক।
কম বয়সে যাঁরা MF-এ বিনিয়োগ করেন তাঁদের লক্ষ্য থাকে অল্প সময়ে বেশি অর্থ রিটার্ন। অনেকের লক্ষ্য থাকে কোটি টাকা। কিন্তু সেই টাকা কি পাওয়া সম্ভব? বিশেষজ্ঞদের দাবি, সঠিক সময় থেকে, সঠিক পরিমাণ অর্থ বিনিয়োগ করলে কোটি টাকার মালিক হতে পারেন বিনিয়োগকারীরা। তবে সেক্ষত্রে রিটার্নের পরিমাণ অন্তত ১২ শতাংশ এবং একটানা ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হবে।
অনলাইনে রয়েছে একাধিক মিউচুয়াল ফান্ড SIP ক্যালকুলেটর। এমনই একটি ক্যালকুলেটর হল Groww MF ক্যালকুলেটর। ধরে নেওয়া যাক কোনও এক বিনিয়োগকারী প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করছেন। সেক্ষেত্রে ওই বিনিয়োগকারী এমন MF-এ বিনিয়োগ করছেন যেখান থেকে কমপক্ষে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে Groww MF ক্যালকুলেটর অনুযায়ী ওই বিনিয়োগকারী ৩০ বছর ধরে সমপরিমাণ অর্থ বিনিয়োগ করলে তাঁর প্রাপ্ত অর্থের পরিমাণ হবে ১ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৫৬৯ টাকা।
সেক্ষেত্রে ওই বিনিয়োগকারীর ৩০ বছরে মোট বিনিয়োগের পরিমাণ ১৮ লাখ টাকা। এবং তাঁর প্রাপ্ত সুদের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার ৫৬৯টাকা। সর্বমোট যা মিলিয়ে হবে ১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি।
তবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সবসময় যে সম পরিমাণ অর্থ পাওয়া যায় এমনটা সঠিক নয়। অনেকক্ষেত্রেই দেখা যায় বিনিয়োগের বছরগুলিতে ইউনিট প্রাইস বাড়লে বা কমলে রিটার্নের পরিমাণও বৃদ্ধি বা হ্রাস হতে পারে। বিশেষজ্ঞরা সেই কারণে বলে থাকেন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ তুলনায় ঝুঁকি সাপেক্ষ।