আমের মরশুম প্রায় শেষ হয়তে চলল। আম তো কেবল একটা ফল নয়, আস্ত আবেগ। হিমসাগর, ল্যাংড়া, ফজলি, চৌসা, গোলাপখাস...মরশুমে সবরকম আম অন্তত একবার চেখে দেখেছেন তো? আচ্ছা, মিয়াজাকি খাওয়ার সুযোগ হয়েছে? মিয়াজাকি জানেন না?এক কেজি আমের বাজারদর পৌনে তিন লক্ষ টাকা!
জাপানে এই দুর্লভ প্রজাতির আম উৎপন্ন হয়, মিয়াজাকি শহরে এর চাষ হয়, তাই নাম মিয়াজাকি। জলবায়ু একটু উষ্ণ হলে, আর সারাদিন সূর্যালোক পেলে মিয়াজাকি আমের ফলন ভাল হয়, ১৯৮৪ সালে প্রথম জাপানে মিয়াজাকি ফলানো হয়েছিল। সেখান থেকে চারা এনে হালে অনেকেই এ মহার্ঘ্য আম ফলাচ্ছেন বাংলার কোথাও কোথাও,। এক একটি গাছে প্রতি মরশুমে সর্বোচ্চ ১৪টি আম ফলে।
রাজকীয় সেই আম দেখতে লাল টুকটুকে ওপরে বেগুনি আভা, রঙের জন্যই চোখে পড়ে, অসাধারণ দেখতে এই আম "সূর্যের ডিম" নামেও পরিচিত। এক একটি আমের ওজন ২০০ থেকে ৩৫০ গ্রাম।। একেবারেই সহজলভ্য নয় এই ফল৷ তাই দাম আকাশ ছোঁয়া৷ কেজিপ্রতি দু'লক্ষ টাকারও বেশি দাম।