মাসের শুরুতেই সুখবর। ইলেকট্রনিক্স প্রডাক্টের উপরে জিএসটি কমাল কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের ফলে,সস্তা হবে ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, ফ্রিজ, বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস।
এর আগে এই জিনিসগুলি কেনার জন্য ৩১.৩ শতাংশ জিএসটি দিতে হত। সরকারের এই নয়া সিদ্ধান্তের ফলে এবার এই সমস্ত পণ্যের ওপর মাত্র অর্ধেক জিএসটি দিতে হবে গ্রাহকদের। ফলে বেশ কিছুটা কম দামে আপনি এই নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলি কিনতে পারবেন।
আরও পড়ুন - বিদেশে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করলে কাটা যাবে না অতিরিক্ত কর, জানিয়ে দিল অর্থমন্ত্রক
অর্থ মন্ত্রক টুইটারের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক পণ্যগুলির উপর জিএসটি ছাড়ের কথা ঘোষণা করেছে। এবার থেকে এই জিনিসগুলি কিনতে গেলে আপনাকে মাত্র ১২ থেকে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।