মধ্যবিত্তের জন্য স্বস্তি। দাম কমতে চলেছে টম্যাটোর (Tomato)। আর ৭০-৮০ টাকা না, এবার থেকে টম্যাটো মিলবে ৪০ টাকা কেজি দরে (Tomato Price)। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
ইতিমধ্যেই, জাতীয় সমবায় ক্রেতা ফেডারেশন (NCCF) এবং জাতীয় কৃষি সমবায় মার্কেটিং ফেডারেশনের (NAFED) তরফে উপভোক্তা বিষয়ক বিভাগকে ৪০ টাকা কেজি দরে টমেটো বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ অগাস্ট থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
আরও পড়ুন - গত ৪ মাসে বন্যা, ধস, বজ্রপাতে কারণে দেশে মৃত্যু প্রায় আড়াই হাজারের কাছাকাছি
গত জুলাই মাস থেকেই কেন্দ্রীয় সুরকারের তরফে টোম্যাটর দামের উপর ভরতুকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণেই দিল্লি-এনসিআরে দাম কমে টম্যাটোর। এবার সারা দেশের বিভিন্ন জায়গায় এমনকি ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মেও ৪০ টাকা কেজি দরে টম্যাটো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।