ফের মুকেশ অম্বানিকে খুনের হুমকির অভিযোগ । ২০ কোটি, ২০০ কোটির পর এবার দাবি করা হল ৪০০ কোটি । আবারও একই ইমেইল অ্যাকাউন্ট থেকে এসেছে হুমকি বার্তা । এই নিয়ে পরপর তিনবার রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান মুকেশ অম্বানিকে হুমকির অভিযোগ উঠেছে ।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে, প্রথম যে অ্যাকাউন্ট থেকে মেল আসে, সেটি আসলে সাদাব খান নামে এক ব্যক্তির । কিন্তু, এখনও পর্যন্ত অভিযুক্তের পুরোপুরি নাগাল পায়নি পুলিশ । তারই মধ্যে বারবার হুমকি বার্তা পাচ্ছেন মুকেশ অম্বানি । আগের মেলগুলির কোনও উত্তর না পেয়েই বারবার টাকার অঙ্কের পরিমাণ বাড়াচ্ছে ওই ব্যক্তি । মুম্বইয়ের গামদেবী থানায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।
কিছুদিন আগে দ্বিতীয় ইমেইল বার্তায় লেখা হয়েছিল, "আগের পাঠানো ইমেলের কোনও উত্তর পাইনি। তাই টাকার পরিমাণ এ বার ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হল। যদি এই টাকা না পাই, তা হলে মুকেশ অম্বানির মৃত্যু অবধারিত।" প্রথম ইমেইলে দাবি করা হয়েছিল ২০ কোটি ।