আরও একবার ১০ হাজার কোটির ক্লাবে ঢুকে পড়লেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০১.৮ বিলিয়ন ছুঁল বৃহস্পতিবার। একদিনে রিলায়েন্সের শেয়ার ২.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এইদিন।
আম্বানি বনাম আদানি
দিন কয়েক আগেই দেশের সবচেয়ে ধনীতম ব্যবসায়ী হিসেবে আদানী গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানিকে ছাপিয়ে ফের শীর্ষে উঠে এসেছেন মুকেশ আম্বানি।
Chiranjit-Indrani: বহুদিন পর একসঙ্গে পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী, ছবিতে আর কে কে রয়েছেন?
গত সপ্তাহে বিশ্বের ধনীতমদের তালিকায় আদানি ছিলেন ১২ নম্বরে, ঠিক একটি স্থান পেছনে ছিলেন আম্বানি। এর পরই গৌতম আদানির বিরুদ্ধে SEBI-কে একটি আর্থিক তদন্তের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। তারপরই ধনীতমদের তালিকায় একটু অদল বদল এল। বর্তমানে মুকেশ আম্বানির স্থান ১২ নম্বরে। আদানি রয়েছেন ১৪ নম্বরে।