সপ্তাহ দুয়েক আগে পর্যন্ত আলোচনায় ছিল জামনগর। ছেলে অনন্ত আম্বানির প্রিওয়েডিং এর জাঁকজমক, খরচ সব নিয়েই শিরোনাম হয়েছে। সেই বিপুল খরচের পরেও দেশের ধনীতম ব্যবসায়ীর তকমা রইল মুকেশ আম্বানির নামের পাশেই।
২০২৪ সালের বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ফোর্বস। বিশ্বের সবচেয়ে ধনী ভারতীয়র নাম মুকেশ আম্বানি। রিলায়েন্সের কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ১১৬ বিলিয়ন ডলার।। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ২০০ জন ভারতীয়, যা গত বছরের তুলনায় ৩১ জন বেশি। সবচেয়ে বেশি বিলিয়নিয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের - ৮১৩ জন। তারপরেই চীন। সে দেশের ৪৭৩ জন ধনকুবেরের নাম আছে তালিকায়।
Ankush-Oindrila: মির্জার প্রচারে বাল্যবন্ধুর মিষ্টির দোকানে অঙ্কুশ, রাবড়ি খাওয়ালেন ঐন্দ্রিলাকে
ধনী ভারতীয়দের তালিকায় মুকেশ আম্বানির ঠিক পরেই আছেন গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে আছপন শিবা নাদার, পঞ্চমস্থানে সাবিত্রী জিন্দাল।
লুই ভিট্টোর প্রধান বার্নার্ড আরনাউল্ট তালিকার শীর্ষে। তাঁর মোট সম্পদের পরিমাণ ২৩৩ বিলিয়ন ডলার। ঠিক তাঁর পরেই আছেন এলন মাস্ক। তৃতীয় স্থানে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। চতুর্থ স্থানে মার্ক জুকেরবার্গ।