রিলায়েন্স জিও-র (Reliance Jio) বোর্ড অফ ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়ালেন মুকেশ আম্বানি (Mukesh Ambani Resigned)। বোর্ডের সম্মতিতে চেয়ারম্যান হলেন মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (Akash Ambani)।
রিলায়েন্স জিও সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পেলেন পঙ্কজ মোহন পাওয়ার। সোমবার সংস্থার বোর্ড ডিরেক্টরদের বৈঠক ছিল। ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: যাত্রীবাহী গাড়ির সুরক্ষা যাচাইয়ে আগামী বছর থেকে চালু হচ্ছে ‘ভারত এনক্যাপ’
রিলায়েন্স জিও ইনফোকমের পক্ষ থেকে জানানো হয়েছে, রিলায়েন্স জিও-র নন এক্সিকিউটিভ ডিরেক্টর আকাশ আম্বানি। বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান তিনি। ২৭ জুনই মেয়াদ শেষ হয়ে গিয়েছে মুকেশ আম্বানির।
২৭ জুন থেকে আগামী ৫ বছরের জন্য সংস্থার ম্যানেজিং ডিরেক্টর থাকবেন পঙ্কজ মোহন পাওয়ার। কে ভি চৌধুরী ও রামিন্দার সিং গুজরাল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন।