ই-কমার্সের ক্ষেত্রে নয়া রেকর্ড। ভারত-পাকিস্তানের ম্যাচের দিন অনলাইন অর্ডারের ক্ষেত্রে রেকর্ড গড়ল ভারত। শনিবারের ওই ম্যাচের দিন শুধুমাত্র একদিনে অর্ডার হয়েছে ৬৫ হাজার ৪০০ সামগ্রী। যা একদিনে অনলাইন অর্ডারের ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড।
সম্প্রতি একটি সংবাদপত্রে এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী ভারতের ৬০০টি শহর থেকে সবথেকে বেশি অর্ডার করা হয়েছে। অর্ডারের তালিকায় যেমন মুদিখানা সামগ্রী রয়েছে তেমন কসমেটিক্স সামগ্রীও রয়েছে। এছাড়াও মোট অর্ডারের ৪৭ শতাংশ খাবার অর্ডার করা হয়েছে। পাশাপাশি সেদিন প্রায় ১০ লাখ ট্যাক্সি এবং অটো বুকিং হয়েছে।
ভারত পাকিস্তানের ম্যাচের দিন ডিজিট্যাল মাধ্যমেই সব থেকে বেশি সংখ্যক দর্শক খেলা দেখেছেন। দর্শকের সংখ্যা প্রায় ৩ কোটি ছাড়িয়েছিল সেদিন। খেলা দেখার পাশাপাশি অনলাইন অর্ডারেও রেকর্ড ভারতে।