২০২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্রের শাসক দল বিজেপি। তার আগে আজ শেষ পূর্ণাঙ্গ বাজেট প্রস্তাব পেশ করবেন নির্মলা অর্থমন্ত্রী সীতারমণ।
সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। সেদিনই লোকসভায় আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সমীক্ষা রিপোর্টের পূর্বাভাস, আগামী (২০২৩-২৪) অর্থবর্ষে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৬ শতাংশ থেকে ৬.৮ শতাংশ হতে পারে। মোটামুটি ভাবে গড় বৃদ্ধির হার হতে পারে ৬.৫ শতাংশ।
চাকরিজীবী এবং ব্যক্তিগত আয়করদাতাদের আয়করের কাঠামোর কোনও পরিবর্তন করা হয় কি না, তাই নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মধ্যে। বহু বছর বাড়েনি স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাত্রা। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাজেট কতোটা জনমুখী হয়, সে দিকেই তাকিয়ে সাধারণ মানুষ।