রেপো রেট ও রিভার্স রেপো রেটে কোনও রকম বদল হচ্ছে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এ-কথা জানিয়েছেন আরবিআই-এর (RBI) গর্ভনর শক্তিকান্ত দাস।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, আগামী ত্রৈমাসিকের জন্য রেপো রেট ৪ শতাংশই থাকবে। আর রিভার্স রেপো রেট থাকবে ৩.৫ শতাংশ। এ নিয়ে টানা দশবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক।
আরও পড়ুন : Gautam Adani: গৌতম আদানি এশিয়ার ধনীতম ব্যক্তি! মুকেশ আম্বানিকে ছাপিয়ে গেলেন
কাকে বলা হয় রেপো রেট? ভারতের রিজার্ভ ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংক গুলিকে ঋণ দিয়ে থাকে, তাই হল রেপো রেট। অন্যদিকে শীর্ষ ব্যাংক যে হারে অন্য বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে ঋণ নিয়ে থাকে, তাকে বলা হয় রিভার্স রেপো রেট।
বাড়ি বা গাড়ি কেনার জন্য যাঁরা লোন নিয়েছেন, রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণায় তাঁদের স্বস্তির কারণ রয়েছে। কারণ, রিজার্ভ ব্যাংক সুদের হার না বাড়ানোয় তাঁদের ইএমআইয়ের পরিমাণেও কোনও বদল আসবে না। শেষবার রেপো রেট কমানো হয়েছিল ২০২০ সালে।