এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ই-কর্মাস সংস্থা 'আমাজন'। খুব শীঘ্রই এই ছাঁটাইয়ের কাজ শুরু হবে বলেই খবর। উল্লেখ্য, মালিকানা বদল হতেই টুইটারে কর্মী ছাঁটাই শুরু করেছিলেন ইলন মাস্ক (Elon Musk)। প্রায় ৪ হাজার কর্মীকে ছেঁটে ফেলা হয়। যদিও প্রবল সমালোচনার পরেই কিছু কর্মীকে ফের সংস্থায় যোগ দেওয়ার মেল পাঠায় টুইটার। এবার কর্মী ছাঁটাইয়ের পথে যেতে চলেছে জেফ বেজোসের সংস্থা।
বুধবার আমাজনের তরফে বিজ্ঞপ্তি জারি করে কর্মীদের জানানো হয়, কিছু কর্মীকে আপাতত সংস্থার আর প্রয়োজন নেই। এই বিষয়ে যে দীর্ঘ আলোচনা হয়েছে, সে কথাও জানাতে ভোলেননি আমাজনের শীর্ষস্থানীয় কর্তা ডেভ লিম্প। তবে লিম্পের আশ্বাস, কাজ হারানো কর্মীদের সঙ্গে সংস্থার যোগাযোগ থাকবে। পাশাপাশি আমাজন তাঁদের নতুন চাকরি খুঁজে নিতে সাহায্য করবে বলেও জানান তিনি।
‘নিউ ইয়র্ক টাইমস’ সূত্রে খবর, কমপক্ষে ১০ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে আমাজন। মূলত সংস্থার বিপণন এবং প্রযুক্তি নির্মাণের দায়িত্বে থাকা কর্মীদের উপরেই এই কোপ পড়বে বলে খবর। এই বিষয়ে সংস্থার মুখপাত্র কেলি ন্যানটেলের আগাম সাফাই, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে সংস্থার কিছু পদ তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় সংস্থার বার্ষিক সম্মেলনে। সেই মতো ওইসব পদে থাকা একাধিক কর্মী কাজ হারাবেন বলেই জানান ন্যানটেল।