জীবনবিমা ছাড়া অন্যান্য বিমা অর্থাৎ সাধারণ বিমা ও স্বাস্থ্য বিমার(Health Insurance) প্রিমিয়াম গত এক বছরে অনেকটাই বেড়েছে। এই বৃদ্ধির পরিমাণ ২৪ শতাংশ। বিমা নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক আইআরডিএআই-এর(IRDAI) পরিসংখ্যান বলছে, বর্ধিত প্রিমিয়ামের কারণে চলতি বছরের মে মাসে বিমা সংস্থাগুলির সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ১৫,৪০৪ কোটি টাকারও বেশি। ২০২১ সালের মে মাসে প্রিমিয়াম বাবদ সংগ্রহের পরিমাণ ছিল প্রায় ১২,৪২৪ কোটি টাকা।
উল্লেখ্য, সাধারণ বিমা(Insurance Premium cost increased) ও স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বেসরকারিকরণের পথ প্রশস্ত করতে গত বছর বাদল অধিবেশনে সংসদে ধ্বনি ভোটে বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার(Narendra Modi Govt.)। তথ্য বলছে, তারপর থেকেই জীবনবিমা ছাড়া সাধারণ বিমা ও স্বাস্থ্যবিমায় পরিষেবার খরচ ঊর্ধ্বমুখী হয়েছে।
আরও পড়ুন- SBI Home Loans:স্টেট ব্যাঙ্ক থেকে গৃহঋণ নিয়েছেন? এবার গুণতে হবে বেশি ইএমআই
আইআরডিএআই-এর রিপোর্ট বলছে, ২৫টি সাধারণ বিমা সংস্থা চলতি বছরের মে মাসে প্রায় ১৩,৫৬৬ কোটি টাকা প্রিমিয়াম বাবদ সংগ্রহ করেছে। গত বছর মে মাসে যা ছিল ১০,৯৫৪ কোটি টাকা। অন্য দিকে চলতি বছরের মে মাসে পাঁচটি বেসরকারি স্বাস্থ্যবিমা(Health Insurance Company) সংস্থার প্রিমিয়াম বাবদ সংগৃহীত অর্থের পরিমাণ প্রায় ১,৭০৯ কোটি টাকা। গত বছর মে মাসে যা ১,৩৮২ কোটি ছিল।