এটিএমে এখন সাধারণত ৫০০ টাকার নোট (Indian currency) মেলে। ২০০০ টাকার নোট প্রায়ই মেলে না। বাজারে কি তাহলে ২০০০ টাকার নোটের সংখ্যা ক্রমশ কমছে? রিজার্ভ ব্যাঙ্কের রিপোর্ট (Reserve Bank of India) তেমনটাই বলছে।
রিজ়ার্ভ ব্যাঙ্ক (RBI) তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছে, ২০০০ নোটের সংখ্যা ক্রমশ কমছে। গত আর্থিক বছরের শেষে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ২১৪ কোটিতে। যদিও তার আগের বছরে সংখ্যাটা ছিল ২৪৫ কোটি। তা ছাড়া সব মিলিয়ে বাজারে বর্তমানে চালু মোট নোটের সংখ্যা ১৩,০৫৩ কোটি। তার আগের আর্থিক বছরে সেই সংখ্যাটা ছিল ১২,৪৩৭ কোটি।
RBI: ক্রেডিট কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক, কার্যকর হবে ১ জুলাই থেকে
তথ্য বলছে, গত অর্থবর্ষে জাল নোটের সংখ্যা অনেকটা বেড়েছে দেশে। এই সময়ে ১৩,৬০৪টি ২০০০ টাকার জাল নোট ধরা পড়েছে। সব চেয়ে বেশি জাল অবশ্য হয়েছে ১০০ টাকার নোট। পাশাপাশি, ২০২১-২২ আর্থিক বছরে ব্যাঙ্কে প্রতারণার হারও ২৩ শতাংশ বেড়েছে।