ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১ লা সেপ্টেম্বর থেকে ১৯ কেজির সিলিন্ডার পিছু৩৮ টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। তবে নন কমার্সিয়াল অর্থাৎ বাড়িতে ব্যবহারের জন্য যে সিলিন্ডার ব্যবহার করা হয় তার দাম অপরিবর্তিত-ই থাকছে।
এর আগে গত মাসে বাণিজ্যিক গ্যাসে ১৯টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছিল। তারপর ফের সেপ্টেম্বর মাসের শুরুতেই দাম বৃদ্ধি করা হল।
মূলত হোটেল, রেস্তরাঁ, স্ট্রিটফুড স্টলে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ওই সব ব্যবসায়ীদের ক্ষেত্রে অতিরিক্ত দামে গ্যাস কিনতে হবে।
অনেকেই মনে করছেন, বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি করার ফলে বিভিন্ন তৈরি করার খাবারের দাম বৃদ্ধি পাবে।
অয়েল মার্কেটিং সংস্থাগুলি প্রতি মাসের শুরুতেই বৈঠকে বসে। এবং সেক্ষেত্রে বিশ্ব বাজারের অপরিশোধিত তেলের দামের তুল্যমূল্য বিচার হয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির ফলেই দাম বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।