রিপোর্টের নাম 'সার্ভাইভাল অব দ্য রিচেস্ট: দ্য ইন্ডিয়া স্টোরি'। ভারতীয়দের কর দেওয়ার পরিমাণের ওপর ভিত্তি করে এই রিপোর্টটি তৈরি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন 'অক্সফ্যাম'। রিপোর্টটিতে বলা হয়েছে, কীভাবে দেশের জনসংখ্যার সবচেয়ে দরিদ্র ৫০ শতাংশ পরোক্ষ কর বা উপভোক্তা কর দিচ্ছে। শুধু তাই নয়, এই রিপোর্ট অনুযায়ী, কেন্দ্র এবং রাজ্য যে মোট জিএসটি সংগ্রহ করে থাকে, তার ৬৪ শতাংশই আসে সেই নিম্ন আয়কারী ৫০ শতাংশের কাছ থেকে। মধ্যমানের রোজগার করে থাকেন এমন মানুষদের কাছ থেকে ৪০ শতাংশ জিএসটি আসে। আর, জিএসটির মাত্র ৩ থেকে ৪ শতাংশ আসে সেই সমস্ত মানুষদের কাছ থেকে, যে ১০ শতাংশকে 'সবথেকে ধনী' বলে গণ্য করা হয়।
রিপোর্টটি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে চাঞ্চল্য।
উল্লেখ্য, মাত্র ১ শতাংশ ভারতীয়'র হাতে রয়েছে দেশের ৪০ শতাংশ সম্পদ। আর, দেশের জনসংখ্যার অর্ধেকের হাতে রয়েছে দেশের মোট ধনসম্পদের মাত্র ৩ শতাংশ! এর আগেই জানিয়েছিল অক্সফ্যামের রিপোর্ট। অক্সফ্যামের সমীক্ষায় বলা হয়- এ বিশ্বের অর্ধেক জনসংখ্যার কাছে অর্থাৎ প্রায় ৩৬০ কোটি মানুষের কাছে যে পরিমাণ অর্থ বা সম্পত্তি রয়েছে, মাত্র ৮ জন ধনকুবেরের কাছেই এই মুহূর্তে সেই পরিমাণ সম্পত্তি রয়েছে। ২০২৩ সালের শুরুতে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের (ডব্লুইএফ) বার্ষিক সভা শুরু হওয়ার আগে জাতীয় বৈষম্যের রিপোর্ট প্রকাশ করেছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।