আজ ২৭ সেপ্টেম্বর , জেনে নেওয়া যাক জ্বালানির আজকের দর। আজ দেশে বড় পরিবর্তন হয়েছে পেট্রল ডিজেলের দামে। একেক রাজ্যে জ্বালানির জন্য একেক রকম কর নেওয়া হয়, যার জেরে পেট্রল ডিজেলের দামে পরিবর্তন হয়।
West Bengal Weather Update: শুক্রবার পর্যন্ত গলদঘর্ম অবস্থা বজায় থাকবে, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
তবে আজ দেশের ৪টি মেট্রোপলিটন শহরে পেট্রল ডিজেলের দামে তেমন পরিবর্তন হয়নি। আজ কলকাতায় পেট্রল ডিজেলের দাম রয়েছে অপরিবর্তিত। পেট্রল 106.03 টাকা এবং ডিজেল 92.76 টাকা দরে মিলবে।
দিল্লিতে আজ পেট্রলের দর 96.72 টাকা ও ডিজেল 89.62 টাকা, মুম্বইতে যথাক্রমে পেট্রল ও ডিজেলের দাম 106.31 টাকা এবং 94.27 টাকা।