পঞ্চমীর বিকেলে গাড়ি নিয়ে প্যান্ডেল হপিংয়ে বেরোবেন ভাবছেন? তাহলে এক নজরে দেখে নিন কলকাতায় কত করে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল।
বৃহস্পতিবারে কলকাতায় পেট্রোলের (Petrol Price) দামে কোনও বদল হয়নি। কলকাতায় এদিন ১ লিটার পেট্রোলের দাম যাচ্ছে ১০৬ টাকা ৩ পয়সা। রাজধানীতে পেট্রোল বিকোচ্ছে ৯৬ টাকা ৭২ পয়সায়, মুম্বইতে ১০৬ টাকা ৩১ পয়সায়।
লক্ষ্মীবারে ডিজেলের দামেও (Diesel price) কোনও পরিবর্তন আসেনি। ১৯ অক্টোবর, কলকাতায় ডিজেলের দর ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার। দিল্লিতে দর লিটার প্রতি ৮৯ টাকা ৬২ পয়সা। মুম্বইতে ১ লিটার ডিজেলের বাজার দর ৯৪ টাকা ২৭ পয়সা।
বাড়িতে বসেই কীভাবে জানবেন পেট্রোল ডিজেলের দর?
আপনি আপনার মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।
আরও পড়ুন - সেম-ডে ডেলিভারিতে রেকর্ড অ্য়ামাজনের! এক লাফে বৃদ্ধি ৬৫ শতাংশ