রবিবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel price hike) দাম। শনিবারের থেকে প্রতি লিটারে ৫০ পয়সা বাড়ল পেট্রোলের (Petrol price hike) দাম। ডিজেলের দাম প্রতি লিটারে বৃদ্ধি (Diesel price hike) পেল ৫৫ পয়সা। গতকাল দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম ছিল ৯৮ টাকা ৬১ পয়সা। রবিবার তা বেড়ে হল ৯৯ টাকা ১১ পয়সা। অপরদিকে, ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৮৭ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে হল ৯০ টাকা ৪২ পয়সা।
আরও পড়ুন: করোনার ছায়া কাটিয়ে সোমবার থেকে আরও বাড়ছে মেট্রোর সংখ্যা
মুম্বইতে প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল (Petrol and Diesel price hike) যথাক্রমে ৫৩ পয়সা ও ৫৮ পয়সা। বাণিজ্যনগরীতে প্রতি লিটারে পেট্রোলের (Petrol price hike) বর্তমান মূল্য ১১৩ টাকা ৮৮ পয়সা। ডিজেলের মূল্য (Diesel price hike) ৯৮ টাকা ১৩ পয়সা।
গত ২২ মার্চ থেকে এই নিয়ে ৬ দিনে পাঁচবার বাড়ল দুই জ্বালানীর দাম (Petrol and Diesel price hike)। এর আগের চারবার প্রতি লিটারে ৮০ পয়সা করে বৃদ্ধি পেয়েছিল। ২০১৭ সালের জুন মাসে জ্বালানী তেলের দৈনিক মূল্য নির্ধারণ শুরু হওয়ার পর থেকে যা একদিনে সর্বোচ্চ।