জ্বালানির জ্বালায় নাজেহাল মধ্যবিত্তরা । বৃহস্পতিবার ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম (Petrol-Diesel Price Hike) । টানা ১০ দিনে ৯ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হল ।
বৃহস্পতিবার কলকাতায় (Kolkata) প্রতি লিটারে ৮৩ পয়সা দাম বাড়ানো হয়েছে পেট্রলের । ডিজেলের দাম বেড়েছে ৮০ পয়সা । কলকাতায় পেট্রলের নতুন দাম প্রতি লিটারে ১১১.৩৫ টাকা এবং ডিজেলের দাম ৯৬.২২ টাকা ।
শুধু কলকাতা নয়, দিল্লি (Delhi), চেন্নাই (Chennai), মুম্বইতেও (Mumbai) একই অবস্থা । দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ৮০ পয়সা বেড়ে হয়েছে ১০১.৮১ টাকা । ডিজেলও ৮০ পয়সা বেড়েছে । সেখানে মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম ১১৬.৭২ টাকা । ডিজেলের দাম ১০০.৯৪ টাকা ।
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে ফলপ্রকাশের পর থেকে বাড়ছে পেট্রল-ডিজেলের দাম । রান্নার গ্যাসের দামও আকাশছোঁয়া । সিলিন্ডারের দাম একলাফে ৫০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে । জ্বালানির দাম বাড়ার পিছনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও রয়েছে ।