আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠা-নামা করলেও, ভারতে তেলের দামে কোনও পরিবর্তন হচ্ছে না। ২ মাসেরও বেশি সময় ধরে দেশে পেট্রোল-ডিজেলের দামে বদল হয়নি। ২১ মে তেলের দাম কমানো হয়েছিল, তারপর থেকে দাম একই রয়েছে। ৩০ শে জুলাই, শনিবারও দামের কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, কলকাতাতেও শনিবার পেট্রোল এবং ডিজেলের দামে হেরফের হয়নি।
একনজরে কলকাতায় পেট্রোল-ডিজেলের দাম
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম - ১০৬.০৩ টাকা
কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম- ৯২.৭৬ টাকা
পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ দাম কীভাবে জানবেন?
পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিন আপডেট হয়। আপনি যদি আপনার শহরের পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ হার জানতে চান, তাহলে আপনি সহজেই এসএমএসের মাধ্যমে জানতে পারবেন। আপনি যদি কলকাতায় পেট্রোল এবং ডিজেলের হার জানতে চান, তবে আপনাকে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে যেতে হবে। এখানে আপনাকে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে RSP এবং আপনার শহরের কোড পাঠাতে হবে। মনে রাখবেন প্রতিটি শহরের কোড আলাদা, যা আপনি ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে পাবেন। উল্লেখ্য, প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করা হয়।