সারা দেশজুড়েই নতুন করে ঘোষিত হল জ্বলানির দাম। কলকাতা সহ বেশ কিছু জায়গায় পেট্রোল-ডিজেলের দাম কমেছে।
বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ৯৪ পয়সা। তিলোত্তমায় ডিজেলের দর ৯০ টাকা ৭৬ পয়সা/লিটার। রাজধানীতে পেট্রোলের দর লিটার প্রতি ৯৪ টাকা ৭২ পয়সা। ডিজেলের দর ৮৭ টাকা ৬২ পয়সা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৩ টাকা ৪৪ পয়সা, ডিজেল ৮৯ টাকা ৯৭ পয়সা।
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল-ডিজেলের নতুন দাম প্রকাশ করা হয়। জ্বালানির দামের সঙ্গে আবগারি শুল্ক, ডিলার কমিশন, ভ্যাট সহ অন্যান্য জিনিস যোগ করার পর চূড়ান্ত দাম নির্ধারিত হয়।
গ্রাহকরা এসএমএসের মাধ্যমে জেনে নিতে পারেন পেট্রোল ডিজেলের দৈনিক দাম। ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা 9224992249 নম্বরে আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে তথ্য পেতে পারেন এবং বিপিসিএল গ্রাহকরা আরএসপি এবং তাদের সিটি কোড টাইপ করে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে তথ্য পেতে পারেন।