পেট্রল-ডিজেলের দামে ওঠানামা লেগেই থাকে । এখন আবার উৎসবের মরসুম । সেক্ষেত্রে জ্বালানি দাম কি বাড়ল ? গাড়ি নিয়ে প্যান্ডেল হপিংয়ে যাওয়ার আগে জেনে নিন কলকাতায় পেট্রল-ডিজেলের দর কত রয়েছে ।
শনিবার কলকাতা, দিল্লি ও মুম্বইয়ে পেট্রল-ডিজেলের দাম একই রয়েছে । পরিবর্তন হয়নি । তবে, চেন্নাইয়ে দাম বেড়েছে জ্বালানির । এদিন, কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩ পয়সা। সেখানে দিল্লিতে পেট্রলের দাম ৯৬ টাকা ৭২ পয়সায় প্রতি লিটার । ডিজেলের দামেও (Diesel price) নেই পরিবর্তন । ২১ অক্টোবর, কলকাতায় ডিজেলের দর ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার । দিল্লিতে দর লিটার প্রতি ৮৯ টাকা ৬২ পয়সা।
বাড়িতে বসেই কীভাবে জানবেন পেট্রোল ডিজেলের দর?
আপনি আপনার মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।