জ্বালানির দামে ওঠাপড়া লেগেই থাকে। দেখে নেওয়া যাক সপ্তাহের দ্বিতীয় দিনে জ্বলানির দামে কতোটা বদল এল।
মঙ্গলবার কলকাতায় পেট্রোলের (Petrol Price) দামে নড়চড় নেই। সোমবারের মতোই লিটার প্রতি পেট্রোল ১০৬ টাকা ৩ পয়সা। রাজধানীতে পেট্রোল বিকোচ্ছে ৯৬ টাকা ৭২ পয়সায়, মুম্বইতে ১০৬ টাকা ৩১ পয়সায়।
2000 Rupee Note Exchange: হাতে সময় পাঁচ দিন, তার মধ্যে ২০০০ টাকার নোট বদলাতে না পারলে কী হবে?
ডিজেলের দামেও (Diesel price) মঙ্গলবার কোনও বদল নেই। ২৬ সেপ্টেম্বর কলকাতায় ডিজেলের দর ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার।