জ্বালানির দামে ওঠা-নামা লেগেই থাকে । তার উপর এখন চলছে উৎসবের মরসুম । এই আবহে পেট্রল-ডিজেলের দাম কি বাড়ল ? কলকাতা শহরে কত দামে বিক্রি হচ্ছে জ্বালানি, দেখে নেওয়া যাক ।
কলকাতায় জ্বালানির দাম অপরিবর্তিত রয়েছে । ২৯ অক্টোবর, রবিবার কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩ পয়সা। এবং ডিজেলের দর লিটার প্রতি ৯২ টাকা ৭৬ পয়সা। বাকি তিন মেট্রপলিটন শহরে কত রয়েছে জ্বালানির দর ?
দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম ৯৬ টাকা ৭২ পয়সা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯ টাকা ৬২ পয়সা। চেন্নাইয়ে পেট্রলের লিটার প্রতি দাম ১০২ টাকা ৬৩ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ২৪ পয়সা। আর মুম্বইয়ে ১০০-র উপরেই রয়েছে পেট্রলের দাম । লিটার প্রতি পেট্রল বিক্রি হচ্ছে ১০৬.৩১ পয়সায় । আর ডিজেলের দাম ৯৪ টাকা ৭২ পয়সা প্রতি লিটার ।