কলকাতায় গত কয়েকদিন ধরে জ্বালানির দর অপরিবর্তিত থাকছে । তবে, একাদশীর দিন কি দাম বাড়ল পেট্রল-ডিজেলের ? বাকি শহরগুলিরই বা কী হাল ? জানা গিয়েছে, বেশ কয়েকটি শহরে জ্বালানির দামে বড় পরিবর্তন এসেছে । জেনে নেওয়া যাক, চার মেট্রোপলিটন শহরে বুধবার পেট্রল-ডিজেলের দাম কত হল ?
কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম ১০৬.০৩ টাকা । ডিজেল লিটার প্রতি ৯২.৭৬ টাকা। দিল্লিতে পেট্রলের লিটার প্রতি দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৬২ টাকা। চেন্নাইয়ে পেট্রলের দাম সামান্য কমেছে । লিটার প্রতি দাম হয়েছে ১০২.৬৬ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম কমে হয়েছে ৯৪. ২৬ টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম ১০২.৬৩ টাকা প্রতি লিটার । ডিজেলের লিটার প্রতি দাম ৯৪.২৪ টাকা। এছাড়া, আজমির, বিহারে জ্বালানির দাম কমেছে ।
বাড়িতে বসেই কীভাবে জানবেন পেট্রোল ডিজেলের দর?
আপনি আপনার মোবাইল থেকেও এসএমএসের মাধ্যমে পেট্রল-ডিজেলর দাম জানতে পারবেন। শহরের কোড দিয়ে ৯২২৪৯৯২২৪৯ , ৯২২৩১১২২২২ বা ৯২২২২০১১২২ এই নম্বরে এসএমএস করলেই মোবাইলেই জেনে যাবেন পেট্রল ও ডিজেলের দাম।