এতদিন আমাদের দেশের কারেন্সি নোট বা কাগজের মুদ্রায় ((Indian Currency) শুধু মহাত্মা গান্ধীর ছবিই থাকত। কিন্তু আগামী দিনে গান্ধীর পাশাপাশি দেখা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), এপিজে আবদুল কালামের (APJ Abdul Kalam) ছবিও।
সূত্রের খবর রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালামের ছবি কারেন্সি নোটে ছাপা নিয়ে প্রাথমিক কাজ শুরু করেছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Indian Reserve Bank) এবং সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া। এছাড়া স্বাধীনতা আন্দোলনে যে সমস্ত সংগ্রামীদের বিশেষ ভূমিকা ছিল তাঁদের ছবিও কারেন্সি নোটে রাখার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে বলে রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে।
Fake currency increased twice: অস্ত্র রিজার্ভ ব্য়াঙ্কের হিসাব, জাল নোট নিয়ে মোদীকে বিধলেন ডেরেক
স্বাধীনতার পর বেশ কিছু বছর দেশে ব্রিটিশ সরকারের চালু করা কারেন্সি নোট ব্যবহার করা হত। তারপর ভারতের নিজস্ব কারেন্সি নোটে প্রথম দিকে শুধু অশোকস্তম্ভের ছবি ব্যবহার করা হত। ১৯৬৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার কাগজের নোটে প্রথম মহাত্মা গান্ধীর ছবি ব্যবহার করে। এছাড়া এখনও পর্যন্ত আর কোনও বিশিষ্ট ব্যক্তির ছবি ভারতীয় কারেন্সিতে ছাপা হয়নি।