Post office new Rules 2022 : ব্যাঙ্কের পর এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও জারি হল কড়া নিয়ম। পোস্ট অফিস থেকে এবার ১০ হাজার টাকা তুলতে গেলে সম্পূর্ণ করতে হবে যাচাইকরণ প্রক্রিয়া। নচেৎ আপৎকালীন পরিস্থিতিতেও মিলবে না ওই টাকা। সরকারি-বেসরকারি ব্যাঙ্কের রমরমার বাজারেও দেশের একটা বড় অংশের ভরসা সেই পোস্ট অফিস। ফলত পোস্ট অফিসের নিয়মিত গ্রাহকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ খবর এটি।
গত ২৫ অগাস্ট এই মর্মে একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। সার্কুলারে বলা হয়েছে, গ্রাহক যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ নাহলে ১০ হাজার টাকা বা তার বেশি তোলা যাবে না পোস্ট অফিস থেকে। মূলত জালিয়াতি রুখতেই এইধরনের পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- Rupee Rate Declines: বিপুল পতন টাকার দামে, মার্কিন ডলার ছুঁল গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ শিখর
পাশাপাশি, একদিনে পোস্ট অফিস থেকে টাকা তোলার সীমা বাড়ানো হয়েছে। একদিনে আগে তোলা যেত সর্বাধিক ৫ হাজার টাকা। এখন তা বেড়ে হয়েছে ২০ হাজার টাকা।