সংসদে বাজেট অধিবেশনে (Budget 2022) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) বক্তবের শুরুতেই উঠে এল বাংলার দুর্গাপুজোর (Durgapuja) কথা । সম্প্রতি, ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পেয়েছে বাংলার সেরা উৎসব দুর্গাপুজো । এদিন, বাজেট অধিবেশনের শুরুতে এই বিষয়টি উঠে এল রাষ্ট্রপতির ভাষণে ।
গত বছর ডিসেম্বর মাসে ইউনেস্কোর 'কালচালার হেরিটেজ অফ হিউম্যানিটি'-র সম্মান পায় কলকাতার দুর্গাপুজো । দিল্লিতে ইউনেস্কোর অফিস থেকে টুইট করে একথা জানানো হয় । বাংলার স্বীকৃতি যে গোটা দেশকে গর্বিত করেছে, সেই কথাই এদিন উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ।
এছাড়া, এদিন রাষ্ট্রপতির বক্তৃতায় মোদি সরকারের (Narendra Modi Goverment) একাধিক উন্নয়নমূলক কাজ প্রশংসিত হয়েছে । কৃষক উন্নয়ন থেকে জনধন যোজনা প্রকল্প ও ইউপিআই বা ডিজিটাল অর্থনীতি প্রসার, করোনা আবহে বিনামূল্যে রেশন সরবরাহের প্রশংসা করেন রাষ্ট্রপতি । তিন তালাক প্রথার বিলুপ্তির বিষয়টিও উঠে আসে তাঁর ভাষণে ।
আরও পড়ুন, Economic Survey 2022: আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ! আগামী অর্থবর্ষে ৮-৮.৫ % আর্থিক বৃদ্ধির পূর্বাভাস
করোনা অতিমারির কথা উল্লেখ করে প্রথম সারির যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি । এছাড়া, তিনি জানান, টোকিও অলিম্পিক্স ও প্যারাঅলিম্পিকে ভারতের সাফল্য দেশকে গর্বিত করেছে ।
মঙ্গলবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । এবারও বাজেট হবে পেপারলেস । বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত । দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত ।