বলিউডে (Bollywood) প্রযোজক অনুষ্কা শর্মা (Anushka Sharma) হাতেখড়ি হয়েছিল NH10 ছবির মাধ্যমে। তাঁর প্রযোজনায় ওটিটিতে (Ott) মুক্তি পাওয়া পাতাল লোক (Patal lok) ভালই সাড়া পেয়েছিল। এবার আসছে চাকদা এক্সপ্রেস (Chakda Express)। পাপই লাইনে আছে দুটি থ্রিলার সিরিজ কালা (Kala) ও মাই।
তার আগে নতুন বছরে বাজিমাৎ। প্রায় ৪০০ কোটি টাকার চুক্তিতে দুই ওটিটি প্ল্যাটফর্ম আমাজন (Amazon) এবং নেটফ্লিক্সে (Netflix) কাজ করবে অনুষ্কা শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস প্রাইভেট লিমিটেড। আর তার জেরেই এবার ক্লিন স্লেট ফিল্মসের তরফে আটটি সিনেমা (Cinema) ও ওয়েব সিরিজ মুক্তি পাবে এই দুই প্ল্যাটফর্মে। আগামী ১৮ মাসে আমাজন ও নেটফ্লিক্সে পুরোপুরি মনোরঞ্জন পাবেন দর্শকরা। নেটফ্লিক্সের (Netflix) তরফে এই খবর নিশ্চিত করে বলা হয়েছে, ক্লিন স্লেট ফিল্মসের তৈরি তিনটি শো এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে। তবে আমাজন এখনও সরকারি ভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন : ‘অরেঞ্জ’ দীপিকা ! কমলা থাইহাই স্লিটে উষ্ণতা ছড়ালেন বলি অভিনেত্রী
অতিমারী (Corona Pandemic) আবহে বেশ ধাক্কা খেয়েছে সিনেমা হল ব্যবসা। সেখানে ততই জনপ্রিয় হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম। ঘরবন্দি মানুষ বিনোদনের জন্য এখন ওটিটি-র পর্দাতেই চোখ রাখতে অভ্যস করে ফেলেছেন। এই প্ল্যাটফর্মে গত দু’বছরে প্রচুর ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে রয়েছে বিগ বাজেটের ছবিও। এছাড়া নানা ভাষার ওয়েব সিরিজ তো রয়েইছে। সেই ওয়েব দুনিয়ায় এবার আরও ওতপ্রোত যুক্ত হয়ে গেল অনুষ্কার সংস্থা। তাও আবার আমাজন এবং নেটফ্লিক্সের মতো প্রথম সারির প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করে।