২,০০০ টাকার নোট জমা (2,000 rupess notes) দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়েছিল। সেই বর্ধিত সময়সীমা শেষ হতে বাকি আর মাত্র ১ দিন। কিন্তু, কোনও কারণে যদি এই সময়সীমাও আপনি মিস করে যান, তাহলে কী করবেন? তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে? কুছ পরোয়া নেহি! রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India) গভর্নর জানাচ্ছেন, ৭ অক্টোবরের সময়সীমা পেরিয়ে গেলেও বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি ইস্যু অফিসে গিয়ে ওই নোট জমা করা যাবে।
আরও পড়ুন: ইরানের মানবাধিকার কর্মীর লড়াইকে সম্মান, নোবেল শান্তি পুরস্কার নার্গিস মহম্মদির
উল্লেখ্য, এখনও পর্যন্ত ৩ লক্ষ ৪৩ হাজার কোটি টাকার ২,০০০ টাকার নোট জমা পড়েছে। এখনও ১২,০০০ কোটি টাকার নোট জমা পড়া বাকি।
গত ১৯ মে ২,০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক। সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পরে তা বেড়ে হয়ে দাঁড়ায় ৭ অক্টোবর।