RBI Repo rate: পুজোর আগেই ঋণ গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তি। রেপো রেট (Repo rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এনিয়ে চতুর্থবারের জন্য অপরিবর্তিত রাখা হল রেপো রেট। এর ফলে ঋণ গ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপবে না।
শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাশ জানিয়েছেন, রেপো রেটে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। চতুর্থবারের জন্য রেপো রেট ৬.৫ শতাংশে রাখা হচ্ছে। চলতি অর্থবর্ষের শুরু থেকেই প্রতিটি ব্যাঙ্ক সুদের হার সামান্য বাড়িয়েছে। ফলে ঋণগ্রাহকদের চিন্তা বাড়ছিল। কারণ রেপো রেট বৃদ্ধি করলে তার প্রভাব পড়ত প্রত্যেক ঋণ গ্রাহকদের উপর।
Read More- সিকিমে মৃতের সংখ্যা বেড়ে ১৯, আরও একটি লেক ফেটে বিপর্যয়ের আশঙ্কা
মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক যে সুদের হারে বিভিন্ন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে টাকা দেয় সেই সুদের হারকেই রেপো রেট বলা হয়। ফলে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার বাড়ালে পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিও ঋণগ্রাহকদের উপর অতিরিক্ত বোঝা চাপায়।