মূল্যবৃদ্ধির জেরে গত মাসেই চার বছর বাদে সুদের হার বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এবার আগামী ৮ জুন দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করার কথা জানাল আরবিআই। সেখানে রেপো রেট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ৩৫ থেকে ৫০ বেসিস পয়েন্ট পর্যন্ত। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে, বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি ও সেন্ট্রাল ব্যাঙ্কগুলির রেপো রেট বৃদ্ধি নিয়ে যে নীতি, তার প্রভাবও রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের নেপথ্যে।
প্রসঙ্গত, গত মে মাসেই ৪০-টি বেসিস পয়েন্ট বাড়িয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই রেপো রেট ৪.৪০% করা হয়েছিল।
সামগ্রিকভাবে, ২০২২-২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
আগামী ৮ জুন রিজার্ভ ব্যাঙ্কে মানিটারি পলিসির লাইভ সম্প্রচার দেখা যাবে এডিটরজি অ্যাপ ও ওয়েবসাইটে।