পুজোর মধ্যেই সুখবর দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ আপাতত সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নেই। বুধবার ছিল রিজার্ভ ব্যাঙ্কের বৈঠক। সেই বৈঠক শেষে জানানো হয়েছে, রেপো রেট অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে ব্যাঙ্কগুলির উপর সেভাবে কোনও চাপ পড়বে না। তার ফলস্বরূপ ঋণ গ্রাহকদের আর অতিরিক্ত সুদের টাকা গুনতে হবে না।
বুধবারের বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে রেপো রেট থাকছে ৬.৫ শতাংশ। ফলে পরপর ১০ বার অপরিবর্তিত থাকল রেপোরেট। এদিকে রেপোরেট বৃদ্ধি পেলে তার প্রভাব পড়ে ঋণ গৃহীতাদের উপর। কারণ রেপো রেট বৃদ্ধির পরই হোম লোন, গাড়ি লোন, পার্সোনাল লোন সহ বিভিন্ন ঋণের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করে। ফলে EMI-এর পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
আজকের ওই বৈঠকে বিগত দুই মাসের রিপোর্ট পেশ করেছে RBI এর। সেখানে জানানো হয়েছে, অর্থনৈতিক বৃদ্ধি জারি রাখতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।